Road Accident: ভয়ংকর! হাড়হিম! দুর্ঘটনায় ৫৭৫ জনের প্রাণহানি! রাস্তায় বেরলে মৃত্যুই কি ভবিতব্য?

Soumitra Sen Tue, 26 Nov 2024-12:58 pm,

সম্প্রতি একটি তথ্য় প্রকাশিত হয়েছে, যাতে শুধু একমাসের পরিসংখ্যান বেরিয়েছে। যা দেখে শিরদাঁড়া দিয়ে নিশ্চিত বয়ে যাবে ঠান্ডা স্রোত। শুধু অক্টোবরেই সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জনের প্রাণহানি ঘটেছে! যার মধ্যে ১৩৮টি মোটর সাইকেল দুর্ঘটনা। যাতে মারা গিয়েছেন ১৬৩ জন। আহত হয়েছেন ২৩৯ জন। 

গত অক্টোবরে সারা দেশে মোট ৪৫২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে! 

এর জেরে দেশ জুড়ে মোট ৪৭৫ জন মারা গিয়েছেন, ৮১৫ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ১১৭ জন পথচারী, ৫৮ জন নারী, ৫১ জন শিশু। আর আক্রান্তের মধ্যে ১৩৭ জন পথচারী, ৭৩ জন শিক্ষার্থী, ৭৬ জন মহিলা এবং ৬২ জন শিশু। 

গত অক্টোবরে রেলপথে ৬৩ জন নিহত হয়েছিল। ২৪ জন আহত হয়েছিল। 

নৌ-পথে ঘটেছিল মোট ১৯টি দুর্ঘটনা। যাতে ২৪ জন মারা গিয়েছিলেন। ৩৬ জন আহত হয়েছিলেন। ৯ জন নিখোঁজ । 

ফলে সড়ক রেলপথ ও নৌপথ মিলিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা চোখ কপালে তোলার মতো! মোট ৫৩৪টি দুর্ঘটনায় ৫৭৫ জনের মৃত্যু। ৮৭৫ জন আহত। এই সমস্ত পরিসংখ্যান আমাদের পড়শিদেশ বাংলাদেশের। কয়েকদিন আগে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এই তথ্য প্রকাশ করে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এটা জানিয়েছেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link