IPL Auction 2024: গায়ে ওঠেনি সিনিয়র দলের জার্সি, নিলাম কাঁপাবেন এই ভারতীয়রা, লিখবেন কোটির কাহিনি

Mon, 18 Dec 2023-3:42 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলেই এল সময়। রাত পোহালেই আইপিএল মিনি নিলাম (IPL 2024 Auction)। ১৯ ডিসেম্বর অর্থাৎ আগামিকাল (মঙ্গলবার) নিলামযুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। আইপিএল মিনি নিলামে উঠেছেন ৩৩৩ জন ক্রিকেটার। ১০ দল মিলিয়ে মোট ৭৭টি স্লট ফাঁকা আছে। এই ফটো প্রতিবেদনে রইল সেই ভারতীয় ক্রিকেটারদের নাম, যাঁদের গায়ে এখনও ওঠেনি সিনিয়র দলের জার্সি। তবে মনে করা হচ্ছে যে, নিলামে লিখবেন কোটির কাহিনি।

চেন্নাইয়ের ২৮ বছরের মারকুটে ব্য়াটার ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম। তামিলনাড়ুর হয়ে নিজের জাত চিনিয়ে আইপিএলে ঢুকেছিলেন পঞ্জাব কিংসের হাত ধরে। ৫.২৫ কোটি টাকার ক্রিকেটারকে চলতি বছর প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছে। শাহরুখকে নিয়ে আইপিএলে ধুন্ধুমার বাঁধতে পারে।

 

রাজস্থান রয়্য়ালসের হয়ে আইপিএলে অভিষেক হয় এই পেসারের। এরপর দুই মরসুম খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন দুই মরসুম। চার কোটি টাকার ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে নিজামের শহর। নিলামে তাঁর দিকে থাকবে নজর।

 

চণ্ডীগড়ের পেসার শেষ দুই মরসুম আইপিএলে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। তবে সুযোগ পেয়েছেন মাত্র পাঁচ ম্য়াচে। রামনদীপ সিং আইপিএলে আগুন জ্বালাবেন বলেই মনে করা হচ্ছে। 

 

উর্ভিল বলতেই চোখের সামনে ভেসে উঠবে বিজয় হাজারে ট্রফি। চার ম্য়াচে ৩১১ রান করেছেন। রয়েছে দুরন্ত সেঞ্চুরি। গুজরাত টাইটান্সের হয়ে খেলেছেন আইপিএল। তবে উর্ভিলকে দলে নিলে, টিম দুরন্ত ব্য়াটারের পাশাপাশি একজন উইকেটকিপারকেও পাবে।

 

 

২০২৩ আইপিএলে ভিভরান্তকে ২.২০ কোটি টাকায় নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। নিলামযুদ্ধে কেকেআরের সঙ্গে রীতিমতো লড়েই ভিভরান্তকে নিয়েছিল। ২৪ বছরের কাশ্মিরিকে ছেড়ে দিয়েছে কমলা শিবির। নিলামে ফের একবার ভিভরান্তকে নিতে ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজিগুলি।

 

সৌরাষ্ট্রের উইকেটকিপার-ব্য়াটার ওপেন করেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৩৩৬ রান করেছেন ৬৭-র গড়ে। তাঁর স্ট্রাইক রেট ১৭৫।

হায়দরাবাদের তেজা রবি ১৯ উইকেট নিয়েছেন। বলের পাশাপাশি ব্য়াটও ভালো চলে রবির।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link