ক্রেডিট কার্ড মানেই দুশ্চিন্তা, দেনা? নিশ্চিন্তে ব্যবহার করুন এই সব উপায়ে
সবসময় ক্যাসব্যাকের সুবিধা নিন: যখন দেখবেন কোথাও ক্রেডিট কার্ড পেয়েমেন্টের মাধ্যমে ক্যাসব্যাক সুবিধা পাচ্ছেন, সেই সুযোগ কাজে লাগান এবং অতিরিক্ত লাভের মুখ দেখুন।
বড়ো খরচের জন্য ক্রেডিট কার্ড ব্যাবহার করুন: চেষ্টা করুন সব বড়ো খরচে ক্রেডিট কার্ড ব্যাবহার করতে, এতে সাশ্রয়ের মাপ বাড়বে।
নিজের খরচের সীমা জানুন: আগে নিজের খরচের সীমা জানুন তারপর সেই প্ল্যান নির্বাচন করুন। অযথা বড়ো প্ল্যান নিয়ে ক্রেডিট অ্যামাউন্ট বাড়াবেন না।
নিজের মতো বাজেট তৈরি করুন: মাসের খরচগুলোকে মাথায় রেখে নিজের মতো বাজেট তৈরি করুন এবং সেই মতো ক্রেডিট কার্ড ব্যাবহার করুন।
নিজের অ্যাকাউন্টের নিয়মিত খোজ রাখুন: ক্যাস দিয়ে পেয়েমেন্ট করে আর কতো রিসিপ্ট জমাবেন? ক্রেডিট কার্ড দিয়ে পেয়েমেন্ট করে নিজের অ্যাকাউন্টের সমস্ত আপডেট রাখুন নিজের ফোন অ্যাপের মাধ্যমে।
কখনও লেট ফাইনের পরিস্থিতি তৈরি করবেন না: পরে দেবো, পরে দেবো করে লেট ফাইনের পরিস্থিতি তৈরি করবেন না। সঠিক সময়ে পেয়েমেন্ট করলে শুধুমাত্র ধারাবাহিকতা বজায় থাকে তাই নয় সঙ্গে সঙ্গে আপনার সুদের হার হ্রাস পায় এবং ক্রেডিট স্কোর ঠিক থাকে।
প্রত্যেক মাসের সম্পূর্ণ বিল ক্রেডিট কার্ডের মাধ্যমে পেয়েমেন্ট করুন: প্রত্যেক মাসের যাবতীয় বিল ওই মাসের শেষেই পেয়েমেন্ট করে দিন, পারলে বাড়ির বিলগুলোকে দুটো ভাগে ভাগ করে নিন। বকেয়া বিলের কোনো নামচিহ্ন রাখবেন না।