DA Hike: সেপ্টেম্বর থেকে ৩১ শতাংশ হারে DA! 7th Pay Commission এর লেটেস্ট আপডেট
নিজস্ব প্রতিবেদন: সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য শীঘ্রই যথাক্রমে DA ও DR বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। যার প্রভাবও খুব তাড়াতাড়িই পড়তে চলেছে আপনার বেতনেও। কিন্তু কতটা বাড়বে বেতন? বেশকিছু রিপোর্টে জানা যাচ্ছে, জুলাই মাসে ৩ শতাংশ বর্ধিত হারে ডিএ (DA Hike) পাবেন কর্মীরা। শীঘ্রই এই ব্যপারে ঘোষণা করতে চলেছে কেন্দ্র।
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) প্রকাশের পরেই ডিএ বৃদ্ধির হার (DA Hike Rate) নিয়ে জল্পনা বাড়তে থাকে। দামসূচকের তথ্যের উপরেই নির্ভর করে ধরে নেওয়া হচ্ছে যে জুলাই মাসে ৩ শতাংশ বৃদ্ধি পাবে ডিএ।
বর্তমানে, সরকারি কর্মচারী (Govt Employees) ও পেনশনভোগীরা (Pensioners) ১৭ শতাংশ হারে ডিএ পান। বেতনের অংশ হিসেবে এই ডিএ দেওয়া হয়। মুদ্রাস্ফীতি রোধে এই হারে ডিএ দেওয়া হয়।
সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় করোনা আবহে বকেয়া তিন দফার ডিএ পুনরুদ্ধার করার ফলে ১৭ শতাংশ থেকে ২৮ শতাংশে পৌঁছবে ডিএ। আর এবার তার উপরেও বৃদ্ধি।
জুলাইয়ে অতিরিক্ত ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সেপ্টেম্বর মাস থেকে ৩১ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মচারি ও পেনশনভোগীরা।