মদ কিনতে লাগবে আধার!
জামা, জুতো, চশমা, ঘড়ির মতো এবার মদও পাওয়া যাবে অনলাইনে। চাইলেই তা অর্ডার করা যাবে এবং সেটা পৌঁছে যাবে আপনার ঘরে। অর্থাত্, এবার থেকে মদও মিলবে ‘হোম ডেলিভারি’-তে।
এই উদ্যোগ নিতে চলেছে মহারাষ্ট্রের দেবেন্দে্র ফড়নবিশের সরকার।
ইন্ডিয়া টুডে প্রকাশিত খবর অনুযায়ী হোম ডেলিভারি-সহ মদের অনলাইন বিপননীর সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকারের আবগারি দফতর। মন্ত্রী চন্দ্রশেখর জানিয়েছেন, “মত্ত অবস্থায় গাড়ি চালানো রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।
মহারাষ্ট্র সরকার মনে করছে, বাড়ি বাড়ি মদ পৌঁছে গেলে এই সমস্যা অনেকটাই সমাধান করা যাবে। একই সঙ্গে মদের হোম ডেলিভারি করে রাজস্ব বৃদ্ধির বিষয়টিও ভাবা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ২০১৭-১৮ আর্থিক বর্ষেই মদ বিপননীতে ১৫ হাজার কোটি টাকা আদায় করেছে মহারাষ্ট্র সরকারের আবগারি দফতর। এবং অনলাইনে মদ বিক্রি হলে সেই রাজস্বের পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
অনলাইনে মদ কিনতে লাগবে আধার কার্ড। যাচাই করে নেওয়া হবে উপভোক্তার বয়সও। যদি ক্রেতা কিশোর হন তাহলে তাকে মদ দেওয়া হবে না।