কলকাতায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, নোবেলজয়ীর অভ্যর্থনায় উন্মাদনায় ভাসল শহরবাসী
নোবেল জয়ের পর আজ প্রথম কলকাতায় পা রাখলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
দিল্লি থেকে আজ সন্ধ্যায় কলকাতায় পৌঁছন নোবেলজয়ী।
নোবেলজয়ীকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ।
এদিন সকালে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন অভিজিৎবাবু।
নোবেলজয়ীর সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী টুইট করেন, "অভিজিতের সাফল্যে ভারত গর্বিত।"
নোবেলজয়ীর অভ্যর্থনায় দমদম বিমানবন্দরের প্রতিটি এলইডি স্ক্রিনে ভেসে উঠেছে, স্বাগত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
এয়ারপোর্ট থেকে সোজা বালিগঞ্জে নিজের বাড়িতে পৌঁছন অভিজিৎবাবু।
মা নির্মলা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, ছেলের জন্য মেনুতে থাকবে তাঁর পছন্দের মটন কাবাব ও পোনা মাছের কালিয়া।