বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধুকে চমত্কার উপহার দিলেন অভিনেতা নাগার্জুন
ঝুলিতে ওলিম্পিক পদক আগেই ছিল পিভি সিন্ধুর। সম্প্রতি তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। তাই পিভি সিন্ধুকে এবার এক চমত্কার উপহার দিলেন তেলেগু সুপারস্টার আক্কিনেনি নাগার্জুন।
হায়দরাবাদের অন্নপূর্ণা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পিভি সিন্ধুর হাতে নাগার্জুন তুলে দিলেন নতুন গাড়ির চাবি।
মনে করা হচ্ছে, সিন্ধুর এই গাড়ি উপহার পাওয়ার নেপথ্যে রয়েছেন তেলেঙ্গানা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ভি চামুণ্ডেশ্বরনাথ। তবে বিএমডব্লিউ মডেলের গাড়ির চাবি সিন্ধুর হাতে তুলে দিলেন নাগার্জুনই।
এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন সিন্ধুর কোচ পুল্লেলা গোপীচাঁদও। নাগার্জুন বললেন, ''সবাইকে গর্ব করে বলি, আমি সিন্ধুকে চিনি। একজন সফল ক্রীড়াবিদকে এভাবে সম্মানিত করার জন্য চামুণ্ডেশ্বরনাথকে ধন্যবাদ।''
নতুন উপহার পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সিন্ধু। তিনি বললেন, ''প্রথম গাড়িও উপহার পেয়েছিলাম চামুণ্ডেশ্বর স্যরের কাছ থেকেই। ওনার ও দেশের মানুষের এত ভালবাসার মূল্য দিতে চাই। টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের জন্য নিজেকে উজার করে দেব।''