রোজ ৩ জিবি ডেটা-আনলিমিটেড কলের সুবিধা, নতুন প্ল্যান আনল এয়ারটেল
দৈনিক যাদের বেশি ডেটা লাগে সেইসব প্রিপেইড গ্রাহকদের জন্য নতুন অফার আনল এয়ারটেল। ১৮১ টাকার এই নতুন প্ল্যানে পাওয়া যাবে বিপুল ডেটা সহ একাধিক সুবিধা।
১৮১ টাকার এই প্ল্যানে মিলবে দৈনিক ৩ জিবি ডেটা। সঙ্গে আনলিমিটেড লোকাল, এসটিডি কলের সুবিধা।
এই অফারে মিলবে দৈনিক ১০০ এসএমএসের সুবিধাও। ফোন করা যাবে যে কোনও নেটওয়ার্কে।
১৮১ টাকার নতুন এই প্ল্যানের সবচেয়ে অসুবিধার দিক হল এটি মাত্র ১৪ দিনের জন্য। তবে এর মধ্যেই পেয়ে যাচ্ছেন ৪২ জিবি ডেটা।
এয়ারটেল এই অফার চালু করেছে নির্দিষ্ট কয়েকটি সার্কেলে। উত্তরভারতে ইতিমধ্যেই এটি চালু হয়ে গিয়েছে। জিও বা ভোডাফোনের সঙ্গে পাল্লা দিতে এই প্ল্যানে ভালো সাড়া পাওয়া যাবে বলে মনে করছে কোনও কোনও মহল।
জিও ইতিমধ্যেই ১৯৮ টাকার একটি প্ল্যান বাজারে এনেছে। এই অফারে দেওয়া হচ্ছে ৫৬ জিবি ডেটা, আনলিমিটেড কল ও এসএমএসের সুবিধা।
সম্প্রতি ডেটা ও ফোন কলের জন্য এয়ারটেল বাজারে এনেছে ২৮৯ টাকার একটি প্ল্যান। এই প্ল্যানে ৪৮ দিনের জন্য পাওয়া যাবে রোজ ১০০ এসএমএস ফ্রি, লোকাল, এসটিডি কল ফ্রি। তবে রোজ মিলবে মাত্র ১ জিবি ডেটা।