Akshay-Twinkle Anniversary: ২১ বছরের বিবাহবার্ষিকীতে টুইঙ্কেলকে এ কী জিগেস করে বসলেন অক্ষয়!!!

Mon, 17 Jan 2022-1:44 pm,

নিজস্ব প্রতিবেদন: সোমবার অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার ২১ তম বিবাহবার্ষিকী। আর পাঁচটা দম্পতির থেকে তাঁদের জার্নিটা আলাদা, সোশ্যাল মিডিয়ায় সোমবার একথা লেখেন টুইঙ্কেল। কোথায় তাঁরা বাকিদের থেকে আলাদা সেকথাও লেখেন মিসেস ফানি বোনস।

অক্ষয়ের সঙ্গে একটি ক্যাফেতে সময় কাটানোর ছবি শেয়ার করে তাঁদের মধ্যে যে কথোপকথন চলছিল তাই শেয়ার করেন টুইঙ্কেল।

যেখানে টুইঙ্কেলকে 'ভাবিজি' সম্বোধন করেন অক্কি। অক্ষয়ের হাস্যরসেই হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।

টুইঙ্কেল তাঁর পোস্টের হ্যাশট্যাগ দিয়েছেন '#21yearsoflaughter' অর্থাৎ হাসির ২১ বছর।

টুইঙ্কেল ও অক্ষয়ের এই খুনসুটিতে হাসির ইমোজি দিয়েছেন টুইঙ্কেলের ছোটবেলার বন্ধু করণ জোহারও।

টুইঙ্কেল লিখেছেন, তাঁদের ২১তম বিবাহবার্ষিকীতে তাঁরা কথা বলছিলেন। তখন তিনি অক্ষয়কে বলেন, 'আমরা একে অপরের থেকে অনেকটাই আলাদা। যদি এখন আমাদের দেখা হত নতুন করে তাহলে হয়তো আমি কথাই বলতাম না তোমার সঙ্গে।'

উত্তরে অক্ষয় বলেন, 'আমি নিশ্চয় তোমার সঙ্গে কথা বলতাম। জিগেস করতাম, ভাবিজি দাদা কোমন আছেন? বাচ্চারা কেমন আছে? নমস্কার।'

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link