নাগরিকদের দেশে ফেরাচ্ছে ট্রাম্প প্রশাসন, কলকাতা থেকে বিশেষ বিমানে দিল্লি গেলেন দেড়শো মার্কিনি
করোনাভাইরাসের প্রকোপে কাবু মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যেই কলকাতা ছাড়ছেন কয়েকশো মার্কিন নাগরিক।
রবিবার সন্ধে সাড়ে আটটা নাগাদ একটি বিশেষ বিমানে তাঁরা উড়ে যাচ্ছেন দিল্লি। সেখান থেকে তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন।
জানা গিয়েছে দেশের অন্যান্য রাজ্যে আটকেপড়া মার্কিন নাগরিকরাও আজই দিল্লি পৌঁছবেন। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন পশ্চিমবঙ্গে আটকে থাকা মার্কিনিরা।
দিল্লি থেকে মার্কিন নাগরিকরা নিজেদের দেশে পাড়ি দেবেন ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে।
দেশের নাগরিকদের ফেরানোর এই উদ্যোগ নিয়েছে মার্কিন কনস্যুলেট।