কলকাতা চলচ্চিত্র উত্সবে আসতে না পেরে টুইটে দুঃখপ্রকাশ অমিতাভের
সকাল পর্যন্ত নিশ্চিত ছিল প্রতিবারের মতো এবারেও আসছেন ‘বাংলার জামাই’।
বাংলা এবং ভারতীয় সিনেমা নিয়ে তাঁর গুরুগম্ভীর বক্তৃতা, বেশ কয়েক বছর ধরে কলকতা ফিল্ম ফেস্টেভ্যালে এটাই রীতি হয়ে এসেছে। এবারেও তিনি সেই ভূমিকা পালন করবেন বলে জানা গিয়েছিল।
কিন্তু দুপুর গড়াতেই জানা যায়, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না অমিতাভ বচ্চন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অসুস্থতার কারণে আসছেন না অমিতাভ বচ্চন। এ কথা জানিয়েছেন স্ত্রী জয়া বচ্চন।
আজ অমিতাভ টুইট করে দুঃখপ্রকাশ করেন। বলেন, অসুস্থতার জন্য বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ এবং কলকাতার মানুষের কাছে ক্ষমাপ্রার্থী।
গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল তারকার হাট। শাহরুখ খান তো ছিলেনই, এবারে বিশেষ অতিথি হিসাবে ছিলেন বলিউডের রাখী গুলজার, মহেশ ভাট এবং সৌরভ গঙ্গোপাধ্যায়।