``ঈশ্বরের চরণে সমপর্ণ করলাম`` হাসপাতাল থেকে লিখলেন অমিতাভ বচ্চন
করোনা আক্রান্ত হওয়ার পর মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন বিগ বি।
ছবি-ইনস্টাগ্রাম
মারণ ভাইরাস করোনা থেকে সুস্থ হয়ে ওঠার নির্দিষ্ট কোনও ওষুধ বা ভ্যাকসিন এখনও পাওয়া যায়নি। অগত্যা ঈশ্বরের উপর ভরসা রাখা ছাড়া আর উপায়ই বা কী? সেকারণেই হয়ত হাসপাতাল থেকে অমিতাভ বচ্চন লিখেছেন, ''ঈশ্বরের চরণে সমর্পণ করলাম।'' সঙ্গে রাধা কৃষ্ণের এই ছবিটি পোস্ট করেছেন তিনি।
ছবি-ইনস্টাগ্রাম
অমিতাভ বচ্চনের সুস্থতা প্রার্থনা করেছেন তাঁর অগণিত ভক্ত। তাঁদেরকে শুভেচ্ছা জানিয়ে বিগ বি লিখেছেন, ''আপনাদের সকলের মঙ্গলকামনার কথা জেনেছি। আমার কৃতজ্ঞতার কোনও সীমা নেই। হাসপাতালের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এর থেকে বেশিকিছু আমি বলতে পারবো না।''
ছবি-ইনস্টাগ্রাম
অসুস্থ অমিতাভ বচ্চন, তাঁর একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ছবি-ইনস্টাগ্রাম
শুধু অমিতাভ বচ্চনই নন, তাঁর সঙ্গে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ছেলে অভিষেক বচ্চনও।
ছবি-ইনস্টাগ্রাম
করোনা আক্রান্ত হয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্যা বচ্চন। তাঁকা আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সেখান থেকেই চলছে চিকিৎসা।