অন্তর্বাসে ফটোশ্যুট করায় Anurag-র মেয়েকে ধর্ষণের হুমকি, আক্রমণ কদর্য ভাষায়

Fri, 26 Feb 2021-5:52 pm,

অন্তর্বাসে ফটোশ্যুট করায় তাঁকে যেভাবে কদর্য আক্রমণের মুখে পড়তে হয়, তা নিয়ে বেশ কয়েকদিন ধরে সরগরম হয়ে উঠতে শুরু করেছে সংবাদমাধ্যমের পাতা। এবার বিষয়টি নিয়ে অন্যরকমভাবে সরব হলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালকের মেয়ে আলিয়া কাশ্যপ

অন্তর্বাসে ফটোশ্যুট করায় বেশ কয়েকদিন ধরে নেট জনতার একাংশের আক্রমণের মুখে পড়তে হচ্ছে আলিয়া কাশ্যপকে। প্রথমে বিষয়টি নিয়ে কান্নাকাটি করে ভেঙে পড়েন আলিয়া। এরপর যাঁরা আলিয়াকে আক্রমণ করেন, তাঁদের কদর্য এবং অশ্লীল কথার স্ক্রিনশট নিয়ে তা প্রকাশ করেন পরিচালক কন্যা 

আলিয়া যেভাবে তাঁর উপর হওয়া আক্রমণের স্ক্রিনশট নিয়ে তা প্রকাশ করেন, তা দেখে অবাক হয়ে যান অনেকে। এমনকী, পরিচালকের মেয়েকে কীভাবে ওই ধরনের ভাষা বলে কটাক্ষ করা হল, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। পাশাপাশি আলিয়া যাতে মন শক্ত করেন, তার পরামর্শ দেওয়া হয় পরিচালকের অনুরাগীদের তরফে 

প্রসঙ্গত অন্তর্বাস পরে আলিয়ার ফটোশ্যুট প্রকাশ্যে আসার পর যখন যেভাবে আক্রমণ করা হয়, তারপর মন থেকে ভেঙে পড়েন আলিয়া। এমনকী, নেট জনতার একাংশের ওই ধরনের কদর্য আক্রমণের মুখে পড়ে নিজেকে ঘরের মধ্যে আটকে রাখতে শুরু করেন আলিয়া। খাওয়াদাওয়াও তিনি বন্ধ করে দেন বলে জানান অনুরাগ কাশ্যপ 

এদিকে জেএনইউয়ে বাম ছাত্র আন্দোলনকে সমর্থন করে মুখ খোলায় অনুরাগ কাশ্যপকেও এক সময় আক্রমণ এবং সমালোচনার মুখে পড়তে হয়। এরপর পায়েল ঘোষ নামে এক মডেল, অভিনেত্রীও অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরব হন। পায়েল ঘোষের ওই অভিযোগের পর মুম্বইয়ের ব্যান্দ্রা থানায় হাজির হয়ে বয়ান রেকর্ড করেন অনুরাগ কাশ্যপ 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link