Anushka Sharma, Shakshi Dhoni: ক্রিকেটারদের সহধর্মিণীদের পড়াশোনা, নজরকাড়া রেজাল্ট
নিজস্ব প্রতিবেদন- স্টার ক্রিকেটাররা যেমন বিরাট বা ধোনি, কেউই খুব উচ্চশিক্ষিত নন। হাতে গোনা দু-একজন ছাড়া। যেমন সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়-এঁরা ব্যতিক্রম। কিন্তু এঁদের মাঠের পারফরম্যান্স সব খামতিই দূর করে দেয়। কিন্তু ক্রিকেটারদের ঘরণীরা বেশিরভআগ ক্ষেত্রেই উচ্চশিক্ষিত। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি হোটেল ম্যানেজমেন্ট পড়েছেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ঔরঙ্গাবাদে পড়াশোনা করেন তিনি।
বলিউড অভিনেতা অনুষ্কা শর্মা বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিকে। তিনি আর্টস নিয়ে পড়াশোনা করেছেন। অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি আছে অনুষ্কার।
রিতিকা সজদেহ বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মাকে। স্নাতক রিতিকা স্পোর্টস ইভএন্ট ম্যানেজার ছিলেন। ভাই বান্টি সজদেহের সঙ্গে ব্যবসা শুরু করেন তিনি। সেখান থেকেই রোহিতের সঙ্গে তাঁর আলাপ।
সচিন তেন্ডুলকরের স্ত্রী অঞ্জলি পেশায় চিকিৎসক। সচিনের সঙ্গে তাঁর প্রথম দেখা মুম্বই এয়ারপোর্টে। তখন তিনি মেডিক্যালের ছাত্রী ছিলেন।
সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। লরেটো কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক তিনি।
সুরেশ রায়নার স্ত্রী বি টেক পড়েছেন। উইপ্রো, অ্যাকসেঞ্চারের মত কোম্পানিতে চাকরি করেছেন তিনি।