AI Photos: ভয়ংকর `দুঃসময়`! উদ্বাস্তু জুকারবার্গ, সব খুইয়ে আম্বানি থাকছেন ধারাভিতে...
শতরূপা কর্মকার: আর্টিস্টদের কল্পনাকে বাস্তবায়িত করতে আরও একধাপ এগিয়ে দিয়েছে মিডজার্নি। কৃত্রিম মেধাকে কাজে লাগিয়ে এবার বিশ্বের তাবড়-তাবড় কোটিপতিদের পথে বসিয়েছেন গোকুল পিল্লাই নামে এক শিল্পী। লিস্টের প্রথমেই রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ঘুষ দেওয়ার মামলায় জেলবন্দি হওয়ার পরেই শিল্পীর কল্পনায় তাঁর এমন দশা ভেসে উঠেছিল।
বিশ্বের অন্যতম ধনী বিল গেটস। যদি তিনি গরীব হতেন তবে কেমন দেখাত কল্পনা করেছিলেন?
মুম্বইয়ের বিলাসবহুল আবাসন ছেড়ে ভাগ্যক্রমে ধারাভিতে গিয়ে পড়েছেন মুকেশ। তবে সত্যি সত্যি নয়, AI-এর মাধ্যমে।
হাফ প্যান্ট আর লুজ টিশার্টে এমনিই দেখা যায় তাঁকে। তবে মার্ক জুকারবার্গের এই ছবিটি আলাদা। এতে তিনি ফেসবুকের মালিক নন বরং একজন হোমলেস।
বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী ব্যক্তি ওয়ারেন বাফেট। তবে তিনি যদি ধনী না হতেন তবে তাঁকে এমন দেখাত?
২০২১ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তিনি। দু'বছরে কী এমন হল তাঁর এখন এই দশা? এটাই হল AI-এর কামাল।
বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক। তবে AI-এর সাহায্যে শিল্পী তাঁকে হতদরিদ্র বানিয়ে ফেলেছে।