French Open 2019: বিগ ব্যাশে ব্যাট হাতে ঝড় তুলে, রোলা গারোঁয় রাণি অ্যাশলি বার্টি
চেক প্রজাতন্ত্রের মার্তেকা ভনদ্রুসোভাকে হারিয়ে মহিলাদের সিঙ্গলসে ফরাসি ওপেন জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি।
৬-১, ৬-৩ গেমে কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ২৩ বছর বয়সী অজি টেনিস তারকা।
৪৬ বছর পর বার্টির সুবাদে আবারও রোলা গারোঁয় ফরাসি ওপেন জিতলেন কোনও অজি তারকা। ১৯৭৩ সালে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট মহিলাদের সিঙ্গলসে শেষ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন।
পেশাদার টেনিসের চাপ সামলাতে না পেরে ২০১৪ সালের ইউএস ওপেনের পর টেনিস থেকে নির্বাসনে যান বার্টি। তখন র্যাকেট ছেড়ে ব্যাট হাতে তুলে নেন বার্টি। খেলেন ক্রিকেটও।
২০১৫-১৬ মরশুমে মেয়েদের বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে ৯টি ম্যাচও খেলেছেন অ্যাশলি বার্টি।
ক্রিকেট ছেড়ে ২০১৬ সালে টেনিসে প্রত্যাবর্তন করেন তিনি। আর ফরাসি ওপেন জেতার পর মহিলাদের সিঙ্গলসে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবেন অ্যাশলি বার্টি।