Typhoon Yagi: ভয়াবহ ধ্বংসলীলা! ঝড়ের গতি ঘণ্টায় ২০৩ কিমি! নদীস্রোতে মুহূর্তে মিলিয়ে গেল বিশাল সেতু...
সেতুর ধসে পড়াটা তো ভয়ংকর। একটি গাড়ির ড্যাশক্যামেরায় সেটির ধসে পড়ার ছবি ধরা পড়েছে। ভিডিয়োতে দেখা যায়, হঠাৎ করেই সেতুর একটি অংশ ধসে পড়ে। কয়েকটি গাড়ি নদীতে পড়ে যায়।
ঘটনায় নিখোঁজ ১৩ জন। সেতু ধসে নীচে পড়ে যায় ১০টি গাড়ি, দুটি স্কুটার। উদ্ধার-অভিযান চলছে।
সেতুটির কিছুটা অংশ এখনও ঠিক আছে। সেনাবাহিনীকে যত দ্রুত সম্ভব ধসে পড়া অংশে পন্টুন ব্রিজ নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বলা হচ্ছে, গত তিন দশকে ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হল এই টাইফুন ইয়াগি।
গত শনিবার সেটি ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে আঘাত হেনেছে। ঝড়ে আহত হয়েছেন সব মিলিয়ে প্রায় ২৫০ জন।
এর জেরে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ১৫ লাখ মানুষ। ইয়াগি অবশ্য এখনও বাংলার দিকে আসেনি। আপাতত তা ভিয়েতনামেই তার তাণ্ডবলীলা করে চলেছে। ভিয়েতনামের ফু থো প্রদেশের ফোং চাউ সেতুটিই ওই ভয়ংকর ভাবে ভেঙে পড়ে।