EXPLAINED | Boxing Day Test: রানের পাহাড়েই ধাক্কা! ৮২-তে থামলেন নাবিক যশস্বীও, এমসিজি-তে ডুবছে ভারতের জাহাজ...
চলতি বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফল এখন ১-১। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে ইন্দো-অজি তৃতীয় টেস্ট ড্র হয়েছে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হল চতুর্থ টেস্ট। অর্থাত্ বক্সিং ডে টেস্ট, মেলবোর্নে যে টেস্টকে অনেকেই বলেছেন, বছরের সেরা টেস্ট হতে চলেছে। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের খেলা হয়ে গেল। প্রথম দিনের স্টাম্পসের পর ভারত সাময়িক ভাবে স্থিতিশীল হলেও, দ্বিতীয় দিনের শেষে ভারত আবার আইসিইউ-তে!
মেলবোর্নে টস জিতে প্যাট কামিন্স ব্যাট করার সিদ্ধান্ত নেন। স্যাম কনস্টাস (৬০), উসমান খোয়াজা (৫৭), মার্নাস লাবুশানে (৭২) ও অ্যালেক্স ক্যারের (৩১) ব্যাটে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে ছয় উইকেটে ৩১১ রান তুলেছিল। স্টিভ স্মিথ (৬৮) ও কামিন্স (৮) অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে স্মিথ বুঝিয়ে দিলেন যে, টেস্ট ক্রিকেটে তিনি অন্য় ধাতু দিয়েই তৈরি। ব্রিসবেনের (১০১) পর ফের তিনি সেঞ্চুরি করলেন। স্মিথের ব্যাট থামল ১৪০ রানে। লাল বলের ক্রিকেটে ৩৪ নম্বর সেঞ্চুরি তিনি সাজালেন ১৩টি চার ও ৩টি ছয়ে। কামিন্স ৪৯ রান করে থামলেন। মিচেল স্টার্ক (১৫), ন্য়াথান লিঁয় (১৩) ও স্কট বোল্য়ান্ডরা মিলে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে তুললেন ৪৭৪ রান। ভারতের হয়ে জসপ্রীত বুমরা ৪টি ও রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট নিয়েছেন। আকাশ দীপ ২টি ও ওয়াশিংটন সুন্দর ১টি করে উইকেট নিয়েছেন।
ভারত প্রথম তিন টেস্টে যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলকে দিয়ে ওপেন করিয়েছিল। রোহিত ছেড়ে দিয়েছিলেন ওপেনিং স্লট। রোহিত এদিন ওপেনিংয়ে ফিরেছিলেন যশস্বীকে নিয়ে। তাঁর হতশ্রী ফর্ম একই থাকল, কোনও বদল ঘটল না। পাঁচ বলে মাত্র তিন রান করে সাজঘরে তিনি ফিরে যান। কামিন্সের বলে মিড-অনে বোল্য়ান্ডের হাতে ক্য়াচ তুলে দেন। দ্বিতীয় ওভারে আট রানের মধ্য়েই চলে যায় ভারতের প্রথম উইকেট। যশস্বীকে সঙ্গ দিতে এসে কেএল রাহুল তিনে নেমে ২৪ রান করে আউট হয়ে যান। তাঁর উইকেট ছিটকে দেন কামিন্স। চারে নেমেছিলেন কোহলি। তিনি নামতেই যশস্বী ফিরে যান। দুই ব্য়াটারের ভুল বোঝাবুঝিতে যশস্বীকে ৮২ রানেই ফিরতে হল, যশস্বী ছুটে এসেছিলেন এক রান নেওয়ার জন্য়। কিন্তু কোহলি দাঁড়িয়েই থেকেছিলেন। কোহলিও এরপর আউট হন ৩৬ রানে। পাঁচে নেমে আকাশ দীপও আউট হন কোনও রান যোগ না করেই!
দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৬৪ রান তুলেছে। ক্রিজে আছেন ঋষভ পন্থ (৬) ও রবীন্দ্র জাদেজা (৪), ভারতের ডুবন্ত তরী বাঁচানোর দায়িত্ব এখন দুই তারকার হাতে। তৃতীয় দিনই দেখার যে, ভারত কত দূর কী করতে পারে! তবে ভারতের খেলায় ইতিবাচক কোনও রসদই পাওয়া যাচ্ছে না। গৌতম গম্ভীরের এখন বহু কিছু ভাবনা চিন্তা করার সময় এসেছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে গেলে চলতি টেস্ট ও সিরিজের পঞ্চম টেস্ট হারলে চলবে না। ভারত একটি ড্র করতে পারে। তবে হার কিছুতেই নয়। ভারত যদি এই টেস্টে হেরে যায় তাহলে লর্ডসের গেটপাস পাওয়া রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়াবে। ফলে মেলবোর্ন এখন ভারতের কাছে অগ্নিপরীক্ষা।