সাবালক হল Pulsar! ১৮ বছরের বার্থ ডে পার্টি-তে বড়সড় ঘোষণা Bajaj-এর

Thu, 09 Jan 2020-4:43 pm,

Bajaj pulsar-এর বয়স হল ১৮ বছর। ভারতে pulsar মডেল ১৮ বছরের পথ চলা পূর্ণ করল। আর এই আইকনিক মোটরসাইকেলের সাবালক হয়ে ওঠার আনন্দে বড়সড় ঘোষণা করল বাজাজ। 

২০০১ সালের অক্টোবর মাসে পালসার মডেল ভারতে লঞ্চ করেছিল বাজাজ। তার পর থেকে ১৮ বছর ধরে একাধিকবার এই মডেল-এর লুকস বদলেছে। আর পাল্লা দিয়ে বেড়েছে জনপ্রিয়তা।

পালসার-এর সাবালক হয়ে ওঠার আনন্দ বাইকপ্রেমীদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চায় সংস্থাটি। বাজাজ-এর তরফে জানানো হয়েছে, পালসার-এর সাবালক হয়ে ওঠা ক্যাম্পেন-এর মাধ্যমে সেলিব্রেট করা হবে। পালসার-এর বিভিন্ন মডেল-এর উপর ছাড় দেওয়ার ইঙ্গিতও দিয়ে রেখেছে বাজাজ। ফলে যারা পালসার কেনার পরিকল্পনা করছেন তাঁরা হয়তো লাভবান হতে পারেন!

সারা বিশ্বে ৬৫টি দেশে দেখা মেলে বাজাজ পালসার-এর। ভারতে পালসার-এর নটি মডেল পাওয়া যায়। 125 cc থেকে 220 cc পর্যন্ত : RS200, NS200, NS160, 220F, 150, 150 Twin Disc, 125 Neon, 150 Neon, and 180F Neon-এতগুলি মডেলে পাওয়া যায়। 

Pulsar 125 Neon গত বছর অগাস্টে লঞ্চ করেছে। পালসার-এর এটিই সর্বশেষ এডিশন। যার দাম ছিল ৬৪,০০০ টাকা (এক্স শোরুম, দিল্লি)। 

বাজাজ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০১ থেকে এখনও পর্যন্ত ১.২ কোটি সারা বিশ্বে বিক্রি হয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link