Bangladesh Air Force | Indian Air Force: বাংলাদেশ বায়ুসেনার হাতেখড়ি হয়েছিল ভারতেই! সেই দিন কী ঘটে ডিমাপুরে?

Wed, 01 Nov 2023-12:28 pm,

১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর নাগাল্যান্ডের ডিমাপুরে একটি চেতক, একটি সশস্ত্র ওটার এবং একটি ডাকোটা, ৯ জন অফিসার এবং ৫৭ জন কর্মী নিয়ে গড়ে ওঠে বাংলাদেশ বিমান বাহিনী। এই দিনেই তিনজন পাইলট, স্কোয়াড্রন লিডার সুলতান আহমেদ, ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম এবং একজন বেসামরিক পাইলট, ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ, ভারতীয় বিমান বাহিনীর কাছে ডিমাপুরে কিলো ফ্লাইটে তাদের প্রশিক্ষণ শুরু করেছিলেন।  

স্কোয়াড্রন লিডার সুলতান আহমেদ এবং ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম যারা পাকিস্তান বিমান বাহিনীর কাজ ছেড়ে দেন। একেই বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর প্রথম ইউনিট বলে মনে করা হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্মের পর, কিলো ফ্লাইট বিমানটি বাংলাদেশের কাছে হস্তান্তর করে ভারত। বুলেটবিদ্ধ হলেই বিমানটি তখনও আকাশে ওড়ার যোগ্য ছিল।

বাংলাদেশ বাহিনীর সদস্যদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিষ্ঠা দিবস উদযাপনের অংশ হিসেবে গ্রুপ ক্যাপ্টেন তানভীর মারজানের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর ২০ জন কর্মকর্তা ও কর্মী ৩১ অক্টোবর ২০২৩ তারিখে ডিমাপুর পরিদর্শন করেন। 

কিলো ফ্লাইটের সঙ্গে ঐতিহাসিক যোগাযোগ রয়েছে এমন ডরনিয়ার এবং MI 17-V5 স্কোয়াড্রনের আইএএফ-এর কর্মকর্তা ও কর্মীরা বিএএফ বাংলাদেশ বিমান বাহিনীর কর্মীদের সঙ্গে আলাপচারিতা করেন। 

তাঁরা বিভিন্ন সময়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রাসঙ্গিক স্থানগুলি পরিদর্শনে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই সফরের মাধ্যমে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে গভীর সম্পর্ক ও বন্ধুত্ব প্রতিফলিত হয় এবং বাংলাদেশের স্বাধীনতায় আইএএফ-এর ভূমিকাকে স্বীকৃতি দেওয়া হয়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link