Bank Holidays: অগাস্ট মাসে ১৫ দিন বন্ধ ব্যাঙ্ক, জানুন পুরো তালিকা
নিজস্ব প্রতিবেদন: ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজ মিটিয়ে নিন তাড়াতাড়ি। অগাস্ট মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। বেসরকারি, রাষ্ট্রায়ত্ত সব ব্যাঙ্কই বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্কের হলিডে ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ দিন বিভিন্ন ছুটির কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক। যদিও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা জারি থাকবে।
রাজ্য অনুযায়ী ছুটির তালিকা আলাদা আলাদা হয়। অগাস্ট মাস জুড়ে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নরকম উৎসব, অনুষ্ঠান আছে। তাই সার্বিকভাবে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দিন ছুটি আছে। এক নজরে দেখে নিন সম্পূর্ণ ছুটির তালিকা।
অগাস্টে ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি দেখুন: ১ অগাস্ট: রবিবার ৮ অগাস্ট: রবিবার ১৪ অগাস্ট: ২য় শনিবার ১৫ অগাস্ট: রবিবার, স্বাধীনতা দিবস ২২ অগাস্ট: রবিবার ২৮ অগাস্ট: ৪র্থ শনিবার ২৯ অগাস্ট: রবিবার
২য় ও ৪র্থ শনিবার এবং সব রবিবার ছাড়াও বিভিন্ন উৎসবের কারণে বন্ধ থাকছে ব্যাঙ্ক।
১৩ অগাস্ট: প্যাট্রিয়টস্ ডে ১৬ অগাস্ট: পারসি নববর্ষ ১৯ অগাস্ট: মহরম ২০ অগাস্ট: মহরম / ওনাম ২১ অগাস্ট: থিরুভোনাম ২৩ অগাস্ট: শ্রী নারায়ণগুরু জয়ন্তী ৩০ অগাস্ট: জন্মাষ্টমী ৩১ অগাস্ট: কৃষ্ণ অষ্টমী
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তালিকা অনুযায়ী, অগাস্টে সবচেয়ে বেশি ছুটি রয়েছে কোচি ও তিরুবনন্তপুরমে।