ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা! রাজনীতিতে ফিরছেন বারাক ওবামা

Sat, 08 Sep 2018-8:33 pm,

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলেই রাজনীতিতে ফিরছেন। বললেন বারাক ওবামা।

ডোনাল্ড ট্রাম্পের একাধিক নীতির চরম বিরেধিতা করছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা।

প্রায় আঠারো মাস তিনি রাজনীতির আঙিনার বাইরে। তবে তিনি ফিরছেন। জানালেন বারাক ওবামা।

ইউনিভার্সিটি অব ইলিনয়ের ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন ওবামা। 

এই প্রথমবার ডোনাল্ড ট্রাম্পের নাম করে তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন ওবামা। একই সঙ্গে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির তীব্র সমালোচনা করেন তিনি। 

''প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে নয়, একজন উদ্বিগ্ন ও সচেতন নাগরিক হিসেবে আমি কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। এটা এমন একটা সময়, যখন আমেরিকার প্রতিটি নাগরিককে ঠিক করতে হবে, সে কে এবং কোন আদর্শের পক্ষে থাকবে।'' বললেন ওবামা।

ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড মিত্র দেশগুলোর সঙ্গে মার্কিন  যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি ট্রাম্পের কাজকর্ম ওয়াশিংটনে রাশিয়ার প্রভাব বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ​

বর্ণবিরোধী অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া সমালোচনা করেন ওবামা। ডোনাল্ড ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি আখ্যা দিয়ে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে মার্কিন জনগনকে ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান দিয়েছেন তিনি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link