কিং কোহলির কুসংস্কার! বাইশ গজে ব্যাটিংয়ের সময় বিরাট এটাই করে থাকেন
বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন খেলোয়াড়দের মধ্যেই কিছু না কিছু কুসংস্কার থাকেই। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির একটি মজার কুসংস্কারের কথা এতদিনে জানা গেল।
এক বিজ্ঞাপনী সংস্থার উদ্যোগে আয়োজিত সোশ্যাল মিডিয়া চ্যাটে ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওয়ালার সঙ্গে আড্ডা দিতে গিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি তাঁর কুসংস্কারের কথা ফাঁস করলেন।
কোহলির কথায়, "ক্রিকেট মাঠে আমাকে বেশিরভাগ সময় সাদা জুতো পরতে দেখা যায়। বিশেষ করে ব্যাটিংয়ের সময়। যে কোনও ম্যাচেই ব্যাটিংয়ের সময় আমি সাদা জুতো পরে খেলি। এটা আমার অন্যতম কুসংস্কার।"
খেলোয়াড়দের সঙ্গে কুসংস্কারের একটা সম্পর্ক রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় জার্সি হোক বা জুতো কোন বিশেষ খেলোয়াড়ের কোন বিশেষ জিনিস ব্যবহার করেন। আর এর কারণটা হয় কুসংস্কার। বিরাট কোহলির ক্ষেত্রেও সেই একই বিষয়।
ওই আড্ডাতেই ম্যান সিটির ম্যানেজার গুয়ার্দিওয়ালা ভারতে এসে বিরাট কোহলির কাছে ক্রিকেট শেখার ইচ্ছাপ্রকাশ করেছেন।