একদিন পিছিয়ে বোর্ডের নির্বাচন হবে ২৩ অক্টোবর
২২ অক্টোবর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বহুচর্তিত নির্বাচন হচ্ছে না।
একদিন পিছিয়ে ২৩ অক্টোবর হবে বিসিসিআই-এর নির্বাচন। জানিয়ে দিল বোর্ডের প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই।
২১ অক্টোবর হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা ভোট রয়েছে। তাই ভোটের দিন বদল।
হরিয়ানা ও মহারাষ্ট্র- দুই রাজ্য থেকে যে সব ভোটার বোর্ডের নির্বাচনে আসবেন, তাঁদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তাই একদিন পিছল বোর্ডের নির্বাচন।
বোর্ড অনুমোদিত রাজ্য সংস্থাগুলোর নির্বাচন আগামী ৪ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে বলে জানিয়ে দিয়েছে COA।