পাখির চোখ সমুদ্র পর্যটনে লগ্নি, আগামিকাল থেকে দিঘায় শুরু হচ্ছে বিজনেস কনক্লেভ
সুতপা সেন- সেজে উঠেছে দিঘা। আগামিকাল থেকে শুরু হচ্ছে BBCD বা বেঙ্গল বিজনেস কনক্লেভ দিঘা।
এবার কনক্লেভে উপস্থিত থাকবেন ১২০০ জন প্রতিনিধি। ১৮টি দেশ থেকে প্রায় ৫০ জন বিদেশি প্রতিনিধি এবার যোগ দিচ্ছেন কনক্লেভে।
দেশি ও বিদেশি প্রতিনিধিদের শহরের ৮ টা হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রতিনিধিদের আসার জন্য ৫টি হেলিপ্যাড তেরি করা হয়েছে।
এবার কনক্লেভে ফোকাস থাকছে মূলত সমুদ্র উপকূলবর্তী পর্যটনের উপর।
এছাড়া MSME বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপরও জোর দেওয়া হবে বলে জানা যাচ্ছে।