নববর্ষে বৈশাখী সাজে Madhumita Sarcar

Thu, 15 Apr 2021-8:54 pm,

১৪২৭ শেষে, আমরা বাঙালিরা এবার ১৪২৮-এর পথে। তবুও করোনার চোঙরাঙানিতে এবারও ১লা বৈশাখ উদযাপন যেন ম্রিয়মাণ। যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করেই নববর্ষ উদযাপন করছে বাঙালি। আর নববর্ষের সঙ্গেই এসে যায় সাজগোজের প্রসঙ্গ।  নববর্ষে ঠিক কেমন সাজ পছন্দ অভিনেত্রী মধুমিতা সরকারের?

বৈশাখী সাজ হিসাবে প্রিন্টেড হালকা সুতির শাড়িতে এক্কেবারে পারফেক্ট মধুমিতা সরকার। 

নববর্ষের সাজে শুধু শাড়ি নয়, হালকা রঙের ডিজাইনার সালোয়ার কুর্তাও মধুমিতার সঙ্গে বেশ মানানসই। 

জমকালো সাজ নয়, বৈশাখী সাজে তাঁত-জামদানি, লিনেন-খাদি, প্রিন্টেড সুতির শাড়ি কিংবা ব্লক প্রিন্টও এক্কাবারেই পারফেক্ট। 

তবে গরমের কথা মাথায় রেখে খুব চড়া মেকআপ না করে হালকা মেকআপ করাই বাঞ্ছনীয়। তবে গরমে সানস্ক্রিন ব্যবহার করতেই হয়। সানস্ক্রিনের উপর কমপ্যাক্ট লাগান, তারপর পাওডার, ব্লাশার, আইশ্যাডো ব্যবহার করতে পারেন। গরমে ম্যাট লিপস্টিকই লাগান, গ্লসি নয়।

নববর্ষ সঙ্গেই থাকে গ্রীষ্মের চোখরাঙানি। প্যাচপ্যাচে গরমের সাজে আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেটা ফ্রেশ সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধিতে ফুলের কিংবা অন্যকোনও হালকা গন্ধ হতে পারে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link