হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সুশান্ত সিং রাজপুতের বিধায়ক ভাই নীরজ বাবলু
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের খুড়তুতো ভাই তথা বিজেপি বিধায়ক নীরজ বাবলু। জানা যাচ্ছে, বিজেপি বিধায়ক নীরজ বাবলুকে পাটনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিহারের সুপল জেলার ছাতাপুরের বিজেপি বিধায়ক হলেন নীরজ বাবলু। প্রসঙ্গত নীরজের স্ত্রীও লোক জনশক্তি পার্টির প্রতিনিধি।
জানা যাচ্ছে, বুধবার সন্ধেয় বিজেপি বিধায়ক নীরজ বাবলু হৃদরোগে আক্রান্ত হন৷ তাঁকে সঙ্গে সঙ্গেই পাটনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। নীরজ বাবলুর পরিবার সূত্রে খবর, এই মুহূর্তে বিধায়কের শারীরিক অবস্থা উন্নতির দিকে।
পরিবার সূত্রে খবর, নীরজ বাবলু তার বাড়ি থেকে ২৫০ কিলোমিটার দূরে তাঁর নির্বাচনী এলাকায় প্রচার চালাচ্ছিলেন। তখনই তিনি তাঁর বুকে ব্যথা অনূভব করেন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাঁকে পাটনা হাসপাতালে ভর্তি করার কথা বলেন।
সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় প্রথম থেকে সরব হয়েছিলেন বিজেপি বিধায়ক নীরজ বাবলু। তিনি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে ব্যক্তিগতভাবে সিবিআইয়ের তদন্তের জন্য আর্জিও জানিয়েছিলেন।
আসন্ন বিহার বিধানসভা নির্বাচনেও বিজেপির হয়ে সুশান্তের খুড়তুতো ভাই নীরজ বাবলু ভোটে লড়তে পারেন বলে খবর মিলেছিল।