Saumitra Khan: `আমার সঙ্গে ওদের নেতাদের কথা হয়`, বিজেপির অফিসে দাঁড়িয়েই অভিষেকের প্রশংসা সৌমিত্র খাঁর

Wed, 19 Jun 2024-8:21 pm,

লোকসভা নির্বাচনে গতবারের ১৮ আসনকে এবার ছাপিয়ে যাবে দল। এমন কথাবার্তাই ঘোরাফেরা করছিল রাজ্য বিজেপি নেতাদের মুখ। একজিট পোলেও তাদের অনেক বেশি আসন দেওয়া হয়েছিল। এর কোনওটাই ভোটেল ফলাফলে দেখা যায়নি। এনিয়ে মুখ খুললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শুধু তাই নয়, অভিষেকের ভূয়সী প্রসংশা করলেন বিষ্ণুপুরের সাংসদ। -তথ্য-মৌমিতা চক্রবর্তী

বুধবার সল্টলেকের বিজেপি দফতরে এসে সৌমিত্র বলেন, আমাদের সিদ্ধান্তে কিছু ভুল ছিল। কিছু চেয়ার সঠিক। কিছু চেয়ারে ভুল সিদ্ধান্ত হয়। ভোটের আগে আমার মত নেওয়া হয়নি। -তথ্য-মৌমিতা চক্রবর্তী

একাধিক বার সাংসদ হয়েছেন সৌমিত্র খাঁ। কিন্তু এবার তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়নি। বরং মন্ত্রিত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। অনেকটা সেই দিকে ইঙ্গিত করে সৌমিত্র বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। যোগাযোগ রাখছি। পদ কীভাবে ছিনিয়ে নিতে হয় আমি জানি। সহজে কিছু পাওয়া যায় না। ছিনিয়ে নিতে হয়। চেয়ার কখনও স্থায়ী হয় না। -তথ্য-মৌমিতা চক্রবর্তী

সৌমিত্রের বিরুদ্ধে এবার তৃণমূল থেকে লড়াই করেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়েছেন। সৌমিত্র বলেন, আমি কাপড় ছাড়ার পর সেটা আর ফেরত নিই না। সুজাতকেও বলেছিলাম তৃণমূলে গেলে আর গ্রহণ করব না। কিন্তু যেটা ধরি সেটা আর ছাড়ি না। -তথ্য-মৌমিতা চক্রবর্তী

 

এবার বিপুল ভোটে ডায়মন্ডহারবার থেকে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্র সামলে তিনি গোটা রাজ্য চষে বেড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তাঁকে বেশি সক্রিয় দেখা গিয়েছে তৃণমূলে। এনিয়ে আজ সৌমিত্র বলেন, অভিষেক ভোটে ভালো কাজ করেছেন। এটা আমি বলছি। আমার সঙ্গে ওদের রাজ্য নেতা, জেলা নেতার কথা হয়। কিন্তু তার মানে এটা নয় যে আমি তৃণমূলে চলে গিয়েছি। -তথ্য-মৌমিতা চক্রবর্তী

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link