প্রেসারের ওষুধ বাড়িয়ে দিতে পারে ফুসফুসে ক্যান্সারের সম্ভাবনা!
রক্ত চাপের সমস্যা নিয়েই এখন বেঁচে থাকতে হয় বহু মানুষকে। কেউ রোজের খাদ্য তালিকায় জুড়ে নিয়েছেন ব্লাড প্রসারের ট্যাবলেট, কারও রক্ষাকবজ ইনসুলিন পর্যন্ত গড়িয়েছে। তবে এই প্রসারের ওষুধই(ACEI)ডেকে আনতে পারে মারণ রোগ।
সাম্প্রতিক এক সমীক্ষায় বলা হচ্ছে ব্লাড প্রেসারের ওষুধ(ACEI) বাড়িয়ে দিতে পারে ফুসফুসে ক্যান্সারের সম্ভাবনা।
ব্রিটেনে ১০ লাখ মানুষের ওপরে করা এক সমীক্ষায় দেখা যাচ্ছে যারা ১০ বছর ধরে ব্লাড প্রেসারের ওষুধ(ACEI) খাচ্ছেন তাদের এক তৃতীয়াংশের মধ্যে লাং ক্যান্সারের সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রেসারের ওষুধ এক ধরনের এনজাইমকে আটকে দেয়। ওই এনজাইমের কাজ হল রক্তবাহী নালীর ব্যাস কমিয়ে দিয়ে রক্তচাপ বাড়িয়ে দেওয়া।
পাঁচ বছরের বেশি যারা প্রেসারের ওই ওষুধ(ACEI)টানা খাচ্ছেন তাদেরও ওই সম্ভাবনা ২২ শতাংশ বলে জানানো হচ্ছে।