১৯ বছরে বিয়ে, মেয়ের সঙ্গে মনোমালিন্য, জন্মদিনে অচেনা Naseeruddin

Tue, 20 Jul 2021-5:39 pm,

মঙ্গলবার ৭০ পেরোলেন নাসিরুদ্দিন। জন্মদিনে ফিরে দেখা যাক কিছু অভিনেতার জীবনের কিছু অজানা কাহিনীতে। 

অভিনয়ের দাপটে বলিউডের দুই মহীরূহ তাঁরা। দাম্পত্য জীবন ততটাই জোটবদ্ধ। নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠকের অন স্ক্রিন ও অফ স্ক্রিন প্রেজেন্স এখনও ঈর্ষনীয় সিনেমহলে। 

উত্তরপ্রদেশে জন্মেছিলেন নাসিরুদ্দিন শাহ। মাত্র ১৯ বছর বয়সে প্রথম বিয়ে সেরে ফেলেছিলেন। কিন্তু কিশোরের সেই প্রেম ও বিয়ের স্থায়িত্ব ছিল মাত্র ১০ মাস।

পাত্রী ছিলেন ডাক্তার। তবে অসমবয়সি। আলিগড় বিশ্ববিদ্যালয়ে আলাপ থেকে অভিনেতার সঙ্গে বিয়ে হয়। 

অভিনয় শুরু শ্যাম বেনেগলের পরিচালনা দিয়ে। ১৯৭৫ সালে 'নিশান্ত' ছবিতে একটি স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে অভিনয় করেন।

অভিনয়ের জন্য তিনটি জাতীয় পুরস্কার পাওয়ার পাশাপাশি পদ্মশ্রী এবং পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন এই কিংবদন্তী অভিনেতা। বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্যধারার ছবিতেও অভিনয় করেছেন নাসিরুদ্দিন। মন জিতেছেন দর্শকদের৷ 

পারিবারিক জীবনেও ধূসর হয়েছে নাসির জীবন। বাবার সঙ্গে দীর্ঘদিন সদ্ভাব ছিল না অভিনেতার। বড় মেয়ে হিবার সঙ্গে কথা বন্ধ ছিল। যদিও এই দুই নিয়েই পরে নিজের দোষ স্বীকার করে নেন অভিনেতা। 

পরবর্তীতে অবশ্য বিবাহিত জীবন নিয়ে অনেকটাই খোলামেলা ছিলেন নাসিরুদ্দিন। স্ত্রী রত্না পাঠককেই নিজের জীবনের 'সাচ্চা মহব্বত' বলে উল্লেখ করেছেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link