ওয়াসিম আক্রম জানালেন, বুমরার কাছে রয়েছে এমন এক অস্ত্র যা বিশ্বের আর কোনও বোলারের নেই
এমন এক অস্ত্র রয়েছে জসপ্রীত বুমরার হাতে যা বিশ্বের আর কোনও বোলারের হাতে নেই। বলছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম।
ওয়াসিম আক্রম বলছিলেন, বুমরার মধ্যে একটা এক্স-ফ্যাক্টর রয়েছে। আর সেই এক্স-ফ্যাক্টর তাঁকে বিশ্বের বাকি সব পেসারদের থেকে আলাদা করে দিয়েছে।
কিন্তু কী সেই অস্ত্র, যা বুমরাকে আন্তর্জাতিক মঞ্চে এতটা শক্তিশালী করে তুলেছে! বিরাট কোহলির দলের বোলিং বিভাগে বুমরাই এখন প্রধান শক্তি। বিপক্ষ দলের কাছে ত্রাস হয়ে উঠেছেন তিনি।
অস্ট্রেলিয়ায় ৭১ বছর পর ভারতীয় দলের টেস্ট সিরিজ জয়ের পিছনে বুমরার অবদান ছিল উল্লেখযোগ্য। সেই বুমরা অজিদের বিরুদ্ধে কিন্তু তাঁর সব থেকে শক্তিশালী অস্ত্রের প্রয়োগ করেছিলেন সর্বোতভাবে।
আক্রম বলছিলেন, ''বুমরার ইয়র্কার সামলানো কার্যত অসম্ভব হয়ে ওঠে অনেক সময়। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে যে ক'জন পেসার রয়েছে তাদের সবার মধ্যে বুমরাই সব থেকে কার্যকরী ইয়র্কার করতে পারে। ওটাই ওর সব থেকে বড় শক্তি।''
পাকিস্তানের প্রাক্তন পেসার আরও বলছিলেন, ''বুমরার বোলিং অ্যাকশন অনেকের থেকে আলাদা। এই বোলিং অ্যাকশনের জন্য ও বাড়তি পেস পায়। আসলে আমি বা বুমরা, আমরা গলি ক্রিকেটে খেলেছিল প্রচুর। টেনিস বলে ক্রিকেট খেলায় আমরা বাড়তি সুবিধা আছে। টেনিস বল ক্রিকেটে আসল ব্যাপার হল, ব্যাটসম্যানকে রান করতে দেওয়া যাবে না। আর সেই রান আটকানোর জন্য সেরা অস্ত্র হল ইয়র্কার। ''