Bus Strike: ১৫ বছরের পুরনো বাস বাতিল ঘিরে জটিলতা, চলতি মাসে ৩দিন টানা বাস ধর্মঘটের ডাক...

Soumita Mukherjee Fri, 01 Mar 2024-2:38 pm,

অয়ন ঘোষাল: ১৫ বছরের পুরনো বাস বাতিল নিয়ে জটিলতার জেরে তৈরি হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা।   

এখনও পর্যন্ত প্রায় রুগ্ন বাস মিনিবাস শিল্পের পুনরুজ্জীবন এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে কোনো ইতিবাচক সাড়া নেই।  

করোনা পরিস্থিতি কাটিয়ে এখনও পর্যন্ত থিতু হতে পারেনি বাস মিনিবাস শিল্প।   

অনেক টাকা খরচ করে বাধ্যতামূলক ভাবে VLTD বসাতে হয়েছে বাসে। তাতে বাস পিছু মালিকদের প্রায় ৮৫০০ টাকা করে খরচ হয়েছে।   

এবার ১৫ বছরের খাঁড়া। কীভাবে পরিস্থিতি সমাল দেওয়া যাবে তা ভাবতেই শিউরে উঠছেন মালিকরা।   

এর বিহিত চেয়ে চলতি মাসের ১৮ ১৯ এবং ২০ তারিখ গোটা রাজ্যে বাস মিনিবাস পথে না নামানোর কথা জানিয়েছেন বেসরকারি গণ পরিবহন অর্থাৎ বাস মিনিবাস মালিকদের বেশ কয়েকটি সংগঠন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link