Drugs Banned: মুঠো মুঠো যে জ্বর-ব্যথা-অ্যালার্জির ওষুধ খাচ্ছেন? কেন্দ্রের নিষিদ্ধ ১৫০ ড্রাগের তালিকায় নেই তো...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জ্বর-ব্যথা-অ্যালার্জির ১৫০-এর উপর ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্র। ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইসরি বোর্ডের সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত।
যেগুলি সবই FDC ড্রাগ বা ফিক্সড ডোজ কম্বিনেশন ড্রাগ মানে যে ওষুধগুলিতে একের বেশি কম্পোনেন্ট বা ইনগ্রেডিয়েন্ট একটি নির্দিষ্ট অনুপাতে রয়েছে। যে কারণে FDC ড্রাগকে ককটেইল ড্রাগও বলা হয়ে থাকে।
নিষিদ্ধ ওষুধের তালিকায় রয়েছে 'Aceclofenac 50mg + Paracetamol 125mg tablet', যে কম্বিনেশন ফার্মা কোম্পানিগুলি ব্যথা উপশমকারী হিসেবে ব্যবহার করে থাকে ও ভীষণই জনপ্রিয়।
এছাড়াও রয়েছে Mefenamic Acid + Paracetamol ইঞ্জেকশন, Cetirizine HCl + Paracetamol + Phenylephrine HCl, Levocetirizine + Phenylephrine HCl + Paracetamol, Paracetamol + Chlorpheniramine Maleate + Phenyl Propanolamine, Camylofin Dihydrochloride 25 mg + Paracetamol 300 mg কম্বিনেশনের ওষুধ।
Paracetamol, Tramadol, Taurine ও Caffeine-এর কম্বিনেশনের ওষুধও নিষিদ্ধ। এক্ষেত্রে Tramadol-এ ওপিয়ড ইনগ্রেডিয়েন্ট থাকে।