লঞ্চ করতে চলেছে Oppo R15 এবং R15 Plus, দেখে নিন ফোনদুটির সম্ভাব্য ফিচার্স এবং দাম
Oppo R15 ফোনটি কালো, লাল, সাদা এবং R15 Plus ফোনটি কালো রঙে পেতে পারেন।
Oppo R15 এবং R15 Plus ফোন দুটির সম্ভাব্য ফিচার্স জানা গেলেও ফোনদুটির দাম জানা যায়নি।
Oppo R15 এবং R15 Plus দুটি ফোনেই রয়েছে 6 GB RAM
R15 Plus ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Oppo R15 ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Oppo R15 এবং R15 Plus দুটি ফোনেই রয়েছে ৬.২৮ ইঞ্চি ডিসপ্লে।