রাজ্যের ২৪টি সাংগঠনিক জেলার সভাপতিদের তালিকা প্রকাশ করল বিজেপি, দেখে নিন

Anjan Roy Fri, 06 Dec 2019-8:16 pm,

অঞ্জন রায়: অন্তর্কলহের মধ্যেই ২৪টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করল রাজ্য বিজেপি। সভাপতি বদল করা হয়েছে  মাত্র ৬টি জেলায়। বাকি জেলাগুলিতে সভাপতি অপরিবর্তত থাকছেন। 

অক্টোবর মাস থেকে চলছে বিজেপির সাংগঠনিক নির্বাচন।  ৭০১৭৬ বুথে তৈরি হয়েছে কমিটি। অধিকাংশ কমিটিতেই ছিলেন ৫০ জনের বেশি।  তৈরি হয়েছে ১০২৯ মন্ডল কমিটি হয়েছে। 

 

জেলা সভাপতির নাম ঘোষণার আগে এদিন মুরলিধর লেনে রাজ্য অফিসের সামনে বিক্ষোভ দেখান বীরভূমের কর্মীরা। তাঁদের অভিযোগ, জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল তৃণমূলের লোকজনের দলে নিচ্ছেন। পঞ্চায়েত ভোটে যারা বিজেপিকে মনোনয়নপত্র দাখিলে বাধা দিয়েছিল, তারাই এখন দলের মণ্ডল সভাপতি। 

শুক্রবার ২৪টি সাংগঠনিক জেলার সভাপতির নামের তালিকা প্রকাশ করেছে রাজ্য বিজেপি। মাত্র ৬টি জেলায় আনা হয়েছে নতুন মুখ। দেখে নিন তালিকা

বিজেপির নিয়ম অনুযায়ী, রাজ্যে সাংগঠনিক জেলার সংখ্যা ৩৮। তার মধ্যে ২৪টির তালিকা প্রকাশ করল বিজেপি। 

 

বাকি জেলার তালিকা পরে প্রকাশ করবে দল। 

তবে এদিন অস্বস্তি বাড়িয়েছে কর্মীদের বিক্ষোভ। রাজ্য অফিসের বাইরে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা। দৃশ্যতই অস্বস্তি পড়েছেন দলের শীর্ষ নেতারা।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link