রবিবার ফের সংঘর্ষ দমদম সেন্ট্রাল জেলে, ২ নম্বর বাড়িতে আগুন দিল বন্দিরা
শনিবারের পর রবিবারও দফায় দফায় সংঘর্ষ বেধে গেল দমদম সেন্ট্রাল জেলে। আগুন দেওয়া হল জেলের ২ নম্বর বাড়িতে।
এদিন সকাল থেকেই অনশনে বসে জেলের ৪ নম্বর বাড়ির মহিলা বন্দিরা। সেখানে জেলের মহিলা পুলিস গেলে তাদের ঘিরে কটূক্তি ও ইট পাটকেল ছোড়া হয় বলে খবর।
মহিলা সেলের গন্ডগোল ছড়িয়ে পড়ে ২ নম্বর বাড়ির পুরুষদের বিল্ডিংয়েও। ঘরে থাকা জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয় বন্দিরা।
এদিকে, শনিবার নথিঘরে বন্দিরা আগুন লাগিয়ে দেয়। আজ সকালে আগুন পুড়ে যাওয়া এবং জলে ভিজে যাওয়া নথি উদ্ধার করে রোদে শুকোতে দেয় জেল কর্মীরা।
গতকাল দায়িত্ব নিয়েই রবিবার সকালেই জেলে চত্বরে হাজির হন এডিজি সিআইডি পীযূষ পাণ্ডে। এদিন পুড়ে যাওয়া কম্পিউটার ও বেশ কিছু ইলেক্ট্রনিক্স সামগ্রী উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। একসাথেই কম্পিউটার থেকে কোন তথ্য উদ্ধার করা যায় কিনা তারও প্রচেষ্টা চলছে।