Manmohan Singh Demise: `শ্রেষ্ঠ চ্যাম্পিয়ন`! মনমোহন প্রয়াণে গোটা বিশ্বে শোকের ছায়া...

Fri, 27 Dec 2024-1:16 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মনমোহন সিংকে মার্কিন-ভারত কৌশলগত অংশীদারিত্বের অন্যতম 'সর্বশ্রেষ্ঠ চ্যাম্পিয়ন' বলে অভিহিত করেছেন। তিনি লেখেন, 'যুক্তরাষ্ট্র প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর মৃত্যুতে ভারতের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। ডঃ সিং ছিলেন মার্কিন-ভারত কৌশলগত অংশীদারিত্বের অন্যতম সেরা চ্যাম্পিয়ন, এবং তাঁর কাজ অনেক কিছুর ভিত্তি স্থাপন করেছিল। যুক্তরাষ্ট্র-ভারত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির অগ্রগতিতে তাঁর নেতৃত্ব গত দুই দশকে একত্রে সম্পন্ন করেছে।'

তিনি আরও লেখেন, 'স্বদেশে, ডঃ সিংকে তার অর্থনৈতিক সংস্কারের জন্য স্মরণ করা হবে যা ভারতের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উত্সাহিত করেছিল। আমরা ডক্টর সিংয়ের মৃত্যুতে শোকাহত এবং সর্বদা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে কাছাকাছি নিয়ে আসার জন্য তার উত্সর্গকে স্মরণ করব।'

এর পাশাপাশি মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। তিনি লেখেন, 'আমার প্রাক্তন সহকর্মী প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মৃত্যুর খবর পেয়ে আমি দুঃখিত। তিনি ব্যতিক্রমী বুদ্ধিমত্তা, সততা এবং প্রজ্ঞার অধিকারী ছিলেন। লরিন এবং আমি তার সমস্ত পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা জানাতে চাই।'

প্রাক্তন আফগান রাষ্ট্রপতি হামিদ কারজাই ডাঃ সিংকে 'আফগানিস্তানের জনগণের অটল মিত্র এবং বন্ধু' হিসাবে বর্ণনা করেছেন। তিনি লেখেন, 'ভারত তার সবচেয়ে কৃতি সন্তানদের মধ্যে একজনকে হারিয়েছে। ডঃ মনমোহন সিং ছিলেন আফগানিস্তানের জনগণের একজন অটল মিত্র এবং বন্ধু। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার পরিবার, সরকার এবং ভারতের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই। তার আত্মা চির শান্তি পায়।'

মলদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাশিদও শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, 'মনমোহন সিং চলে গিয়েছেন শুনে খুব খারাপ লাগছে। আমি সবসময়ই তার সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত এবং একজন পরোপকারী পিতার মতো ব্যক্তিত্ব পেয়েছি। তিনি মলদ্বীপের একজন ভালো বন্ধু ছিলেন।'

ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভাও 'বন্ধু' মনমোহন সিংকে শ্রদ্ধা নিবেদন করেছেন, IBSA (ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা) ডায়ালগ ফোরাম এবং ব্রিকস গ্রুপিং প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণ করেছেন।

তিনি লেখেন, 'আমার বন্ধু, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মৃত্যুতে আমার সমবেদনা। আমরা 21 শতকের প্রথম দশকে সরকারের সমসাময়িক ছিলাম এবং আমাদের দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং একটি সুন্দর বিশ্ব গড়ে তুলতে একসঙ্গে কাজ করেছি। সিং আইবিএসএ তৈরিতে, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং ভারতকে একত্রিত করা এবং ব্রিকস প্রতিষ্ঠায় জড়িত ছিলেন।'

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link