শর্বরী-ছেলে অমলিনের বয়সের ব্যবধান ৭! হরমোন থেরাপিই কি কাল হল?
নিজস্ব প্রতিবেদন: ফেসবুক প্রোফাইল বলছে, শর্বরী দত্তের বয়স ৬৩। তাঁর ছেলের ফেসবুক প্রোফাইলে আবার জন্ম সাল ১৯৬৪। মা ও ছেলের বয়সের ব্যবধান মাত্র ৭ বছর। কীভাবে সম্ভব?
কলকাতা পুলিস বলছে, শর্বরী দত্তের বয়স ৭৮। পরিবারের দাবি, যৌবন ধরে রাখতে হরমোনথেরাপি নিতেন শর্বরীদেবী। তার ওভারডোজে হয়েছে কিনা, তা জানা যাবে ময়নাতদন্তের পর।
শর্বরী দত্তের বয়স ঠিক কত? তা নিয়ে সকাল থেকে সংবাদমাধ্যমে ছড়িয়েছে বিভ্রান্তি। শর্বরীদেবীর ফেসবুক প্রোফাইল অনুযায়ী, তাঁর বয়স ৬৩। জন্ম তারিখ ৭ মে, ১৯৫৭। অথচ পুলিস বলছে, শর্বরী দত্তের বয়স ৮০। তাঁর অমলিন দত্ত তা নিশ্চিত করছেন। ছেলে অমলিন দত্তের ফেসবুক প্রোফাইলে বয়স ১০ ফেব্রুয়ারি, ১৯৬৪। মা ও ছেলের বয়সের ব্যবধান ৭ বছর।
মা ও ছেলের বয়সের ব্যবধান ৭ বছর, কীভাবে তা সম্ভব? বয়স কি তবে লুকিয়েছিলেন শর্বরী দত্ত? কেনই বা তা করেছিলেন?
পরিবারের দাবি,যৌবন ধরে রাখতে হরমোনথেরাপি নিতে ডিজাইনার। ওই হরমোনের ওভারডোজের জেরেই শর্বরীদেবীর মৃত্যু কিনা, তা ময়নাতদন্তের পরই জানা যাবে।