সামলে নেওয়া গিয়েছে করোনাকে, প্রস্তুত থাকতে হবে পরের বিশ্বমারীর জন্য: WHO

Fri, 06 Nov 2020-5:35 pm,

করোনাভাইরাসের সঙ্গে লড়াই করা সম্ভব হয়েছে। যুদ্ধের কৌশল শিখে ফেলেছে মানুষ। কিন্তু এর চেয়েও বড় বিশ্বমারীর জন্য তৈরি হওয়া প্রয়োজন। এমনটাই সতর্কবার্তা দিচ্ছে The World Health Organisation (WHO)। 

স্বাস্থ্য সংস্থা বলছে, যে দেশগুলিকে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে স্বাস্থ্যের পরিকাঠামো উন্নত করতে হবে। মারাত্মক ভাইরাসকে পরাস্ত করার পরে থেমে থাকা বা কর্মকাণ্ডে শিথিল হয়ে পরা উচিত হবে না। 

বিশ্ব স্বাস্থ্য পরিষদ (ডাব্লুএইচএ) যেভাবে কোভিড-১৯-এর মতো ভাইরাসের সঙ্গে লড়াই করছে তা বিশ্বকে অবাক করে দিয়েছে। আগামীদিন যাতে এরকম ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করা সম্বব হয়, সে বিষয়ে ইতিমধ্যে নতুন খসড়া তৈরি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

যদিও এটি বিশ্বজোড়া সঙ্কট, তবুও বলা যেতে পারে সফলভাবে সংক্রমণকে বাধা বা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে দাবি WHO-এর। ইতিমধ্যে ভ্যাকসিনের কাজ শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। 

WHO আরও বলেছে  বিশ্বকে এখনই পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত করতে হবে। প্রস্তুতি জোরদার করতে হবে। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link