রাজ্যে গত একদিনে এক ধাক্কায় কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
রাজ্যের করোনা গ্রাফে এমন চিত্র বহুদিন ধরা পড়েনি। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।
রবিবার যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩,১৪৩ জন, সেখানে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ২,২১৪ জন।
রবিবারই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ পার করেছিল। গত ২৪ ঘণ্টার হিসেব ধরলে রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হলেন মোট ৫,০৫,০৫৪ জন।
রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন মোট ২,২৩১ জন। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনা জয়ীর সংখ্যা হল ৪,৭২,৪৫৪ জন। সুস্থতার হার ৯৩.৫৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার শিকার হলেন ৪৮ জন। আগের দিন এই সংখ্যাটা ছিল ৪৬। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনার শিকার হলেন মোট ৮,৭৭১ জন।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হলেন ৫৯৩ জন, মৃত্যু হল ১৫ জনের। উত্তর ২৪ পরগনায় গত একদিনে করোনা আক্রান্ত ৫৮৩ জন, মৃত্যু ১৪ জনের।