২৪ ঘণ্টায় নিজের রেকর্ড নিজেই ভাঙছে Corona, দিনে সংক্রমণ ৬০ হাজার ছুঁই ছুঁই

Fri, 26 Mar 2021-10:46 am,

নিজস্ব প্রতিবেদন: বছর ঘুরতেই নিজের রূপ দেখাতে শুরু করছে ২৫-৫০ ন্যানোমিটারের ভাইরাসটি। যার দাপটে ঘরবন্দী হয়েছিল গোটা বিশ্ব। সেই দিনই কি আসতে চলেছে আবার! উত্তর রয়েছে ভবিষ্যতের হাতে। আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। 

যার জেরে বেশ কিছু এলাকা, শহর, জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু তাতেও দমানো যাচ্ছে না। হাতে ভ্যাকসিনের মতো দুটি অস্ত্র থাকা সত্ত্বেও কেন বাড়ছে সংক্রমণ তা ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। 

প্রসঙ্গত, বেশকিছু বিশেষজ্ঞের মতে ব্রিটেনের নয়া স্ট্রেনকে দমাতে ব্যর্থ কোভিশিল্ড। এদিকে ভারতে ১৮ রাজ্যের মধ্যে বিদেশি নয়া স্ট্রেনের খোঁজ মিলেছে। যার মধ্য়ে অধিকাংশই ব্রিটেনের। গত সপ্তাহে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল সহ একাধিক জায়গার নয়া স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে ভারতে। এখনও পর্যন্ত যার সংখ্যা ৭৯৫।  

স্বাস্থ্য মন্ত্রক যে রিপোর্ট দিয়েছে, তাতে উল্লেখ আছে, গত ২৫ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৫৯ হাজারেরও বেশি জন। 

১৮ অক্টোবর করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬১৮৭১ জন। 

মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫,৯৫২ জন। কেরালায় ১৯৮৯ জন। কর্ণাটকে ২৫২৩ জন। অন্ধ্রপ্রদেশে ৭৫৮ জন।  দিল্লিতে ১৫১৫ জন, তামিলনাড়ুতে ১৭৭৯ জন, ছত্তিশগড়ে ২৪১৯ জন, গুজরাটে ১৯৬১জন, হরিয়ানায় ১০৫৩ জন, মধ্য়প্রদেশে ১৮৮৫ জন,  পাঞ্জাবে ২৬৬১ জন।

পশ্চিমবঙ্গে ৫১৬ পার করেছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা ৪। গোটা দেশ জুড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৫৭ জন।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link