মাত্র ১০০ টাকায় হবে গরিব মানুষের চিকিত্সা, কলকাতায় হাসপাতাল খুলল সিপিএম
গ্রাম থেকে কলকাতা শহরে চিকিত্সার করাতে আসা অসহায় মানুষদের জন্য হাসপাতাল তৈরি করল সিপিএম। পিপলস রিলিফ কমিটির ব্যানারে দিলখুসা স্ট্রিটের ১২ সজ্জার এই হাসপাতালে মিলবে চিকিত্সার সুবিধা। কলকাতার অন্য কোনও হাসপাতালে ডাক্তার দেখালেও রোগী ও তাঁর আত্মীয়দের থাকার ব্যবস্থা রয়েছে এখানে। মাত্র ১০০টি টাকা আর স্থানীয় সিপিএম পার্টি অফিসের সুপারিশ পত্র দেখালেই মিলবে এই সুবিধা।
গ্রামের থেকে কলকাতায় ডাক্তার দেখাতে এসে হয়রানির মুখে পড়েন বহু মানুষ। অনেক সময় নির্দিষ্ট দিনে ডাক্তারের দেখা না পেয়ে আশ্রয় নিতে হয় হাসপাতাল চত্বরে বা শহরের কোনও রাস্তায়। প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখানোর ক্ষেত্রেও কলকাতায় এসে নাম লিখিয়ে কয়েকদিন অপেক্ষা করতে হয়। গ্রামের গরিব মানুষের অনেকেরই হোটেল বা লজে থাকার সামর্থ থাকে না। ঘন ঘন যাতায়াত করার মতো আর্থিক সামর্থও থাকে না সবার। ফলে ঠিকানা হয় সেই ফুটপাথ। এমন মানুষদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল সিপিএম।
পার্ক সার্কাসে দিলখুশা স্ট্রিটে হজ হাউজের পাশে তৈরি হয়েছে এই হাসপাতাল। মূলত কৃষক সভার উদ্যোগে তৈরি এই হাসপাতালে রয়েছে ১২টি শয্যা। হাসপাতালের সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ জন অবসরপ্রাপ্ত চিকিত্সক। ছোট খাটো সমস্যায় তাঁরাই রোগীকে সারিয়ে তুলবেন। সমস্যা জটিল হলে কোথায় গেলে সুরাহা হতে পারে তার হদিশও দেবেন তাঁরাই।
চিকিত্সা ও থাকার পাশাপাশি রয়েছে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও। রয়েছে এক্সরে, সিটি স্ক্যান পরিষেবা। রোগী ও তাঁর আত্মীয়দের জন্য রয়েছে বিনামূল্যে সকালের জলখাবারের ব্যবস্থা।
সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হতে গেলে বা সেখানে থাকতে গেলে লাগবে স্থানীয় সিপিএম পার্টি অফিসের লেটারহেডে সুপারিশপত্র। সঙ্গে জমা দিতে হবে ১০০ টাকা। এতেই মিলবে যাবতীয় পরিষেবা।