সংগঠনে নতুন রক্ত সঞ্চারে বামপন্থার পাঠশালা সিপিএমের
মৌমিতা চক্রবর্তী: ক্ষমতার মধু খেতে কি সংগঠনে বেনো জল ঢুকে গিয়েছিল? ৩৪ বছরের সংগঠন এভাবে ভেঙে পড়ার দায় কি এটাই? বামপন্থার চর্চার পরিসরের অভাবেই রাজ্যে সিপিএম অস্তমিত সূর্য? কয়েক বছর ধরেই এমন প্রশ্ন ঘোরাফেরা করে আলিমুদ্দিনের অন্দরে। এবার তাই বামপন্থাকে বিকশিত করতে প্রশিক্ষণের পথে হাঁটলেন সিপিএম নেতারা।
হাসিম আবদুল হালিমের ফাউন্ডেশনের উদ্যোগে ইরাক ভবনে বসেছে বামপন্থার পাঠশালা। সেখানে মার্কসবাদ শিখছেন বহু মানুষ।
মার্কসবাদের পাঠশালার বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। তাতে ভাল সাড়া মিলেছে। উত্সাহ দেখিয়েছেন সিপিএমের সংগঠনের বাইরে থাকা সাধারণ মানুষ।
৮ দিনের কোর্সে বামপন্থা শিখছেন কমপক্ষে ৮০ন জন। রয়েছেন গৃহবধূ থেকে বেসরকারি অফিসের কর্মী।
পাঠশালার পাঠ্যসূচি- মার্কসবাদের পরিচয়, রাষ্ট্র, পার্টি এবং বিপ্লব, সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদ, মার্কসবাদ ও গণতন্ত্র, মাকর্সবাদ ও জাতীয়তাবাদ, মার্কসবাদ ও বিজ্ঞান, মার্কসবাদ ও ধর্ম এবং মার্কসবাদ ও রাজনৈতিক অর্থনীতি।
প্রশিক্ষণ শিবিরে বসবে, নভেম্বরের ৩,৪,১৭,১৮,২৪ ও ২৫ তারিখ, এবং ১ ও ২ ডিসেম্বর।
সবকটি জনমত সমীক্ষাতেই আভাস, লোকসভা ভোটে প্রধান বিরোধী হিসেবে এরাজ্যে উঠে আসছে বিজেপি। সেখানে বাম-কংগ্রেস হয়ে পড়ছে অপ্রাসঙ্গিক। এই আবহে বামপন্থাকে আঁকড় করে দলে নতুন রক্তের সঞ্চার করতে চাইছে সিপিএম, মত রাজনৈতিক মহলের একাংশের।