Cristiano Ronaldo: এক যুগ পার! ফের Manchester United-র জার্সিতে অনুশীলন শুরু রোনাল্ডোর
নিজস্ব প্রতিবেদন: মাঝে পেরিয়ে গিয়েছে এক যুগ! সইসাবুদ পর্ব মিটেছে আগেই। বারো বছর পর ফের ম্যাঞ্চেস্টার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে প্র্যাকটিসে নামলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
জুভেন্তাস এখন অতীত। ইংলিশ প্রিমিয়র লিগে, নিজের পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনাল্ডো।
কবে মাঠে নামবেন পর্তুগিজ মহাতারকা? ওল্ড ট্র্যাফোর্ডে অপেক্ষার প্রহর গুনছেন ফ্যানেরা। ম্যান ইউ-র কর্তারাও।
এদিন সকালে রেড ডভিলসদের কোচ ওলে গানার সোলসকারের সঙ্গে দেখা করতে যান রোনাল্ডো। প্রাথমিক কথাবার্তার পর অনুশীলনেও নেমে পড়েন তিনি।
চলতি মরসুমে জুভেন্তাসের কোনও ম্যাচেই রোনাল্ডো-কে প্রথম থেকে খেলাননি ম্যানেজার অ্যালেগ্রি। শোনা যাচ্ছিল, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে নাকি সিআর সেভেন-র বনিবনা হচ্ছিল না একেবারেই।
সুযোগ বুঝে রোনাল্ডাকে পাওয়ার জন্য ঝাঁপিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। বহু নাটকের পর শেষপর্যন্ত দু'বছরের চুক্তিকে ম্যাঞ্চেস্টার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করেন তিনি।
সোলসারের সংসারের মহাতারকা গায়ে উঠছে তাঁর পরিচিত সাত নম্বর জার্সিই। এসবের মধ্যেই নিজের একটি ইচ্ছার কথাও জানিয়েছেন রোনাল্ডো। তিনি চাইছেন না যে, তাঁর মা ছেলের ছেলের খেলা দেখতে মাঠে হাজির থাকুক! তাঁর কথায়, 'বড় ম্যাচে মা মাঠে থাকলে প্রচণ্ড নার্ভাস হয়ে যায়। আমি বুঝতে পারি না কেন! বড় ম্যাচে তাঁর আর আসা চলবে না'।