Hamoon: দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক! ধেয়ে চলেছে মরুহ্রদ `হামুন`...
আগেই জানা গিয়েছিল বাংলাদেশেই ল্য়ান্ডফল 'হামুনে'র।
সর্বশেষ পাওয়া খবর বলছে, এটি বাংলাদেশের উপকূলভাগের উত্তরপূর্ব দিকে চলেছে। গত ছ'ঘণ্টায় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১০ কিলোমিটার। ইতিমধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত।
আজ, সকাল সাড়ে আটটা নাগাদ এটি দক্ষিণপূর্ব বাংলাদেশ এবং সন্নিহিত মিজোরামের দিকে কেন্দ্রীভূত ছিল বলে জানা গিয়েছে।
বাংলাদেশের চট্টগ্রাম থেকে ৬০ কিলোমিটার পূর্বে এটি কেন্দ্রীভূত।
তখনই বলা হয়েছিল, গভীর নিম্নচাপরেখাটি আগামী ছ'ঘণ্টায় আরও উত্তরপূর্বে সরে যাবে।
তারপর আর ছ'ঘণ্টা নেবে এটি সাধারণ নিম্নচাপে পরিণত হতে।
এবং পরবর্তী ছ'ঘণ্টায় এটি আরও শক্তি হারাবে এবং শেষ পর্যন্ত মিজোরামে গিয়ে বিলীন হবে।
এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইরান। ফার্সি ভাষায় 'হামুন'-এর অর্থ-- মরুভূমিতে প্রাকৃতিক হ্রদ বা বড় জলাশয়।