৫ নভেম্বর খুলছে দক্ষিণেশ্বর স্কাইওয়াক, উদ্বোধনের আগে প্রথম ছবি
৫ নভেম্বর উদ্বোধন হবে দক্ষিণেশ্বরের স্কাইওয়াকটির। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পরই সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হবে স্কাইওয়াকটি।
ছাউনি দিয়ে ঘেরা গোটা স্কাইওয়াকটি। স্কাইওয়াকের ভিতরে রয়েছে ত্রিমাত্রিক আলোকসজ্জা।
স্কাইওয়াকটি দৈর্ঘ্যে ৪০০ মিটার ও প্রস্থে সাড়ে ১০ মিটার। স্কাইওয়াক নির্মাণে বাজেট ধরা হয়েছিল ৬৫ কোটি টাকা।
স্কাইওয়াকটিতে ওঠার জন্য রয়েছে ১২টি চলমান সিঁড়ি, ৪টি লিফট ও ৮ সিঁড়ি।
সাড়ে তিন বছর আগে শিলান্যাস করা হয় স্কাইওয়াকটির। এর মাধ্যমে একদম সোজা দক্ষিণেশ্বরের মন্দিরে পৌঁছে যাবেন পুণ্যার্থীরা।