Hurricane Helene Florida: ভয়ংকর হারিকেন হেলেনে`র রাক্ষুসে তাণ্ডবে তছনছ সমস্ত এলাকা! অসময়ে এ কী বিপর্যয়...

Soumitra Sen Sat, 28 Sep 2024-4:12 pm,

ক্যাটেগরি-৪-এর এই ঘূর্ণিঝড় গত বৃহস্পতিবার রাতে ফ্লোরিডায় ব্যাপক তাণ্ডব চালিয়ে জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনার ভূভাগে প্রবেশ করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, ছ'ঘণ্টার মধ্যে হেলেন 'হারিকেনে' রূপ নেয়।

হারিকেন হেলেনের প্রভাবে ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনার বিস্তীর্ণ এলাকায় তীব্র ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টি হচ্ছে। এর জেরে ধ্বংস হয়েছে বাড়ি ও রাস্তাঘাট, গাছপালা, গাড়ি। 

ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানাচ্ছে, হেলেনের প্রভাবে ফ্লোরিডা উপকূলের কোথাও কোথাও ১৫ ফুটেরও বেশি উঁচু জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। 

এবং ঝড়কবলিত সেই সব জায়গায় ৫০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকারিসূত্রে জানা গিয়েছে, হেলেনের তাণ্ডবে কোটি কোটি ডলারের সম্পত্তি ক্ষয়ক্ষতি হতে পারে। অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছে সেদেশের বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link