বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন Twinkle! তড়িঘড়ি বিয়ে করেন Akshay

Thu, 17 Jun 2021-2:50 pm,

২০০১-এর ১৭ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না। দেখতে দেখতে বিবাহিত জীবনের ২০ বছর পার করে ফেললেন অক্ষয়-টুইঙ্কল। তারকা দম্পতির বিবাহ-বার্ষিকীতে নেট দুনিয়ায় ভাইরাল তাঁদের বিয়ের বেশকিছু ছবি। 

টুইঙ্কেল প্রসঙ্গে অক্ষয় বলেছিলেন, ''টিনা আমার জীবনে সেরা বন্ধু।  কাউকে জীবনের পরবর্তী পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমার স্ত্রী যে কোনও পুরুষের জীবনে সেরা। আমি যখন পড়ে যাচ্ছিলাম, তখন ও আমায় ধরে রেখেছে, আবার যখন আমি উড়ছিলাম, তখন ও আমায় নিচে নামিয়ে এনেছে। আবার আমি যখন মন খারাপ করে থাকি, ও আমায় হাসিয়ে রাখে। ও আমার কাছে সবকিছু, আমার বাস্তব।''

২০০১-এর ১৭ জানুয়ারি, মুম্বইয়ে খুবই ব্যক্তিগত পরিসরে ছোটখাটো অনুষ্ঠানের মধ্যে বিয়ে সারেন অক্ষয়-টুইঙ্কল। জানা যায়, ডিজাইনার আবু জানি, সন্দীপ খোসলার বাড়িতে বসেছিল বিয়ের আসর। মাত্র ৫০ জনকে আমন্ত্রণ জানিয়েছিলেন অক্ষয়, ছিলেন আমির খান, ধর্মেশ দর্শন সহ অন্যান্যরা।

 

এক সাক্ষাৎকারে আমির মজা করে বলছিলেন, ''বিয়েতে টুইঙ্কল আমার অপব্যবহার করেছে। ও আর অক্ষয় মিলে আমায় ভিডিয়োগ্রাফার বানিয়ে দিয়েছিল। আমাকে এসে ভিডিয়ো শ্যুট করতে বলা হয়েছিল।''  

'কফি উইথ করণ'-এ এসে অক্ষয় তাঁর বিয়ে প্রসঙ্গে বলেছিলেন, ''টুইঙ্কল একটা বিষয়ে ভীষণই নিশ্চিত ছিল, ও বলেছিল, মেলা ছবিটি যদি ফ্লপ হয়, তাহলে ও বিয়ে করে নেবে। ঘটনাচক্রে মেলা ফ্লপও হয়েছিল।''

জানা যায়, অক্ষয়ের সঙ্গে দুবার বাগদান সেরেছিলেন টুইঙ্কল, প্রথম বাগদান ভেঙে দিয়েছিলেন অক্ষয়। পরে ২০০১ সালে বিয়ের আগে ফের  অক্ষয়-টুইঙ্কল-র বাগদান সম্পন্ন হয়। আবার  এও শোনা যায়, বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন টুইঙ্কল খান্না। সেকারণেই নাকি অক্ষয়-টুইঙ্কল-র বিয়ের তড়িঘড়ি আয়োজন করা হয়।

অক্ষয় টুইঙ্কল-এর বিয়েতে রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়া (টুইঙ্কলের বাবা-মা) দুজনেই উপস্থিত ছিলেন। ছবিতে কন্যাদানের সময় রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়া। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link