Dinga Dinga Virus: ``ডম ডম ডিঙ্গা-ডিঙ্গা``! ভূতুড়ে ভাইরাসের আক্রমণে বিশ্ব জুড়ে নেচেই যাচ্ছে মেয়েরা! কবে থামবে এ মরণনাচ?
এই রোগ দেখা দিয়েছে আফ্রিকার উগান্ডায়।
উগান্ডার বান্ডিবুগিও জেলার মেয়েদর মধ্যে এই রোগের উপসর্গ দেখা যাচ্ছে অত্যধিক হারে।
উগান্ডার স্থানীয়দের ভাষায় এই অসুস্থতার নাম ডিঙ্গা ডিঙ্গা। উগান্ডার প্রচলিত কথ্য ভাষায় এই শব্দের অর্থ হল-- 'নাচের মতো কাঁপুনি'।
ইতিমধ্যেই সেখানে ৩০০-র বেশি মহিলা এই জীবাণুতে আক্রান্ত। তবে 'হু' অন্য একটি কারণে খুবই উদ্বিগ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, উগান্ডায় মাতৃত্বকালীন মৃত্যুহার খুবই বেশি।
প্রতি বছর প্রতি ১ লক্ষ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ৪৪০ জন প্রসূতির মৃত্যু ঘটে সে দেশে! অসুরক্ষিত গর্ভপাত, প্রসবকালীন রক্তপাত, সংক্রমণ, প্রসবকালীন জটিলতা তো থাকেই। সঙ্গে যোগ দেয় ম্যালেরিয়া, ডায়াবেটিস, হেপাটাইটিসের মতো রোগ। এবার এই নতুন ভাইরাস যদি মেয়েদের আক্রমণ করে, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে।
১৫১৮ সালে একবার এই ধরনের একটা রোগের প্রকোপ দেখা গিয়েছিল ফ্রান্সের স্ট্রসবুর্গে। 'ডান্সিং প্লেগ'। সেবার এই রোগে আক্রান্তেরা পরপর কয়েকদিন ধরে নাচছিলেন। এবং নাচতে-নাচতে হাঁপাতে-হাঁপাতে মৃত্যুও ঘটেছিল কারও-কারও।