কলকাতাতেও শুরু `দুয়ারে সরকার`, প্রথম দিনেই মিলল ব্যাপক সাড়া
নিজস্ব প্রতিবেদন: 'দুয়ারে সরকার' প্রকল্পে ব্যাপক সাড়া। বুধবার দ্বিতীয় দিনে বিভিন্ন সরকারি প্রকল্পের নিজেদের নাম নথিভুক্ত করতে কলকাতা পুরসভার শিবিরে ভিড় জমালেন বহু মানুষ। শহরের ৪ নম্বর ওয়ার্ডে প্রথম দফায় বুধবার থেকে শুরু হল এই কর্মসূচি।
বিধানসভা ভোটের মুখে 'দুয়ারে সরকার' কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকে জেলায় জেলায় পালিত হচ্ছে এই নয়া কর্মসূচি। সাধারণ মানুষের সাড়া মিলছে যথেষ্ট। ক্যাম্প অফিসে বাইরে লম্বা লাইন।
কলকাতায় সরকারের 'দুয়ারে সরকার' কর্মসূচির রূপায়ণে করতে এবার আসরে নামল পুরসভা। শহরের ৪ নম্বর ওয়ার্ডে বুধবার প্রথম দফায় শুরু হল এই কর্মসূচি। স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল চোখের পড়ার মতো।
বিভিন্ন সরকারি প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ক্যাম্প অফিসের সামনে ভিড় জমান বহু মানুষ। ৪ নম্বর ওয়ার্ডে কো-অর্ডিনেটর গৌতম হালদার জানিয়েছেন, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে মানুষের উৎসাহ সবচেয়ে বেশি। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, রাজ্যের সমস্ত মানুষকে স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনা কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে পরিবারের সদস্য পিছু ৫ লক্ষ টাকার বিমা পাওয়া যাবে।
পুর ও নগরোয়ন্নন ফিরহাদ হাকিম জানিয়েছেন, 'দুয়ারে সরকার' কর্মসূচিতে রূপায়ণের লক্ষ্য শহরের প্রতিটি ওয়ার্ডের জন্য ১০ জনের টিম তৈরি করা হয়েছে। নির্দিষ্ট এলাকায় শিবির করে বসবেন টিমের সদস্যরা।